• আজ বিকাল ৩:৫৯, শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিটি করপোরেশন এলাকায় বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে : মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৬, ২০২২ ১০:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৬, ২০২২ ১০:১২ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সিলেটে সিটি করপোরেশন এলাকায় বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে। বন্যাকবলিত এলাকায় রাস্তাঘাট, বাসা-বাড়ি ও ড্রেন-কালভার্ট ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। পানি নেমে যাওয়ার সাথে সাথে প্লাবিত এলাকার ময়লা আবর্জনা পরিচ্চন্ন করা, পচা দুর্গন্ধ এড়াতে জীবানুনাশক ছিটানোর কার্যক্রম চলমান রয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার (২৬ মে) বন্যাকবলিত এলাকায় মানুষের মধ্যে গণস্বাস্থ্যে কেন্দ্রের শুকনো খাদ্য বিতরণ অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন।

সিসিক মেয়র বলেন, বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের এখনো খাবারের সংকট রয়েছে। খাদ্য সংকট নিরসনে সিসিকের ত্রাণ তৎপরতাও চলমান আছে। সরকারের উদ্যোগের পাশাপাশি দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সেবা সংস্থা।
বন্যার্তদের খাবার সংকট, স্বাস্থ্যসেবা প্রদানসহ সার্বিক সহযোগিতায় যারা এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মেয়র আরিফ।
সিসিকের ২৩ নম্বর ওয়ার্ডের মাছিমপুরে কাউন্সিলর কার্যালয়ে গণস্বাস্থ্যেকেন্দ্র কর্তৃক শুকনো খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর মোস্তাক আহমদ, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান. গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, মানব সম্পদ বিভাগের পরিচালক আকলিমা খাতুন, গ্রামিন স্বাস্থ্য কার্যক্রম পরিচালক ডা. একেএম হালিমুর রেজা, প্রমুখ।
বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- বাটার বন, চকলেট ওয়েফার ও পিস কেক ইত্যাদি। মাছিমপুর এলাকায় ২শ পরিবারের মাঝে এ শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়া সিলেট মহানগরীর বন্যাকবলিত এলাকাগুলোতে ৫ হাজার প্যাকেট খ্যাদ্য বিতরণ করা হবে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ