• আজ সকাল ৬:৩০, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে আ’লীগের ৩ পরিবহন চাঁদাবাজ ও ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৪, ২০২২ ৯:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৪, ২০২২ ৯:০৫ পূর্বাহ্ণ

 

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

 

র‌্যাব-১১ সোমাবার রাতে (১৩ মার্চ) রাতে জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে আ’লীগের ৩ পরিবহন চঁদাবাজ ও ৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, চাঁদাবাজ রুহুল আমিন (৫২) সাইফুল ইসলাম (৩১), মিরাজ হাওলাদার (২৯) মাদক ব্যবসায়ী আতিক হোসেন (২৫) ও সৈয়দ মাহমুদ হোসেন (৩১), এসময় গ্রেফতারকৃত দুই আসামীদের হেফাজত হতে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার ফ্লাইট লেফট্যানেন্ট তৌহিদুল মবিন খান জানান, সোমবার রাতে জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় হাজী নেকবর আলী সুপার মার্কেটের সামনে অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফুটপাতের অস্থায়ী ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শণ করে চাঁদাবাজি করার অপরাধে ৩ জন পেশাদার চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ৮ হাজার ৭’, শ ১৫ টাকা উদ্ধার করা হয়। জোরপূর্বক দোকানপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে ফুটপাতের ব্যবসায়ীরা অতিষ্ঠ। তিনি আরো জানান, একই সময়ে অপর অভিযানে তিন কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!