সিদ্ধিরগঞ্জে স্ত্রী হত্যা চেষ্টার পাষন্ড স্বামী জহিরুল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ৩০, ২০২২ ৯:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ৩০, ২০২২ ৯:৫৯ পূর্বাহ্ণ
এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : র্যাব-১১ বুধবার (৩০ মার্চ) সকালে জেলার আড়াইহাজার থানার গোপালদি এলাকা থেকে স্ত্রীকে দাহ্য পদার্থ দিয়ে হত্যা চেষ্টাকারী পলাতক পাষন্ড স্বামী জহিরুল (৩৮)’কে গ্রেফতার করেছে।
র্যাব-১১ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, ঘটনার দিন আসামী নেশা করার জন্য ভিকটিম এর নিকট টাকা দাবী করে। ভিকটিম নেশার টাকা দিতে অস্বীকৃতি জানালে তার পাষন্ড স্বামী ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে তার গায়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন দেয়। তখন ভিকটিমের ডাক চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন তার রুমে এসে ভিকটিমের গায়ে পানি ঢেলে আগুন নিভানোর চেষ্টা করে। এই সুযোগে কৌশলে পাষন্ড স্বামী পালিয়ে যায়। ভিকটিমের আত্মীয় স্বজন ও প্রতিবেশি ভিকটিমকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানাধীন মা হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনষ্টিটিউট এ রেফার্ড করেন। ভিকটিম বর্তমানে সেখানে মূমুর্ষূ অবস্থায় চিকিৎসাধীন আছে। গ্রেফতারকৃত আসামীকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ, গত ২৭ মার্চ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পাইনাদি গ্রামের লতিফ বাবুর্চির বাড়ির ভাড়াটিয়া ভিকটিম গামেন্টস কর্মী মোসাঃ রোজিনা আক্তার @ রংমালা কে তার স্বামী কর্র্র্তৃক দাহ্য পদার্থ দিয়ে গায়ে আগুন জ¦ালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ( যার মামলা নং-৪৭, তারিখ-২৯/০৩/২০২২ইং, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ধারা- ৪(১)।