• আজ রাত ৩:৩০, বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিন্ডিকেট ভেঙে রেশনিং ব্যবস্থা চালুর দাবি ওয়ার্কার্স পার্টির

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২১, ২০২২ ১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২১, ২০২২ ১:৩১ অপরাহ্ণ

 

বিশেষ সংবাদদাতা

চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে আনতে হবে। এতে ব্যর্থ হলে জনগণের অসন্তোষের অনলে আপনাদের পুড়তে হবে। আমলা, মুৎসুদ্দি চক্রবেষ্টিত বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব।

সোমবার (২১ মার্চ) ওয়ার্কার্স পার্টির দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ সপ্তাহের সমাপনী দিনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ। এ দেশের যে সংবিধান লেখা হয়েছিল তার মূল বিষয় ছিল বাংলাদেশ হবে সাধারণ জনগণের। এখন সেই সংবিধান পাল্টে দেশটা হয়েছে লুটেরা, দুর্নীতিবাজ ও দুর্বৃত্তদের। এখন সময় এসেছে অবস্থার পরিবর্তনের।

ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, কেন্দ্রীয় সদস্য আমিরুল হক আমিন, মোস্তফা আলমগীর রতন, শাহানা ফেরদৌসী লাকী।

সমাবেশ সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়। সভাপতির বক্তব্যে আনিসুর রহমান মল্লিক বলেন, মানুষকে স্বস্তি দিতে এক কোটি নয়, পাঁচ কোটি মানুষকে ন্যায্যমূল্যে পূর্ণ রেশনিং ব্যবস্থার আত্ততায় আনতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন, নূর হোসেন চত্বর ঘুরে পার্টির তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!