সিলেটের বিভাগীয় গণসমাবেশ সফলে নগরীতে বিএনপির গণসংযোগ প্রচারপত্র বিলি
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ৫, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ৫, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ
২০ নভেম্বর সিলেটের বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং প্রচারপত্র বিলি করা হয়েছে। শনিবার (০৫ নভেম্বর) সকাল ৮টা থেকে সিলেট বিএনপির নেতৃবৃন্দ গণসংযোগ এবং প্রচারপত্র বিলি করেন। নেতৃবৃন্দ সিলেট পাইকারি সবজি বাজার, সোবহানী ঘাট এলাকায় গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট মহানগর বিএনপির সাবেক নাসিম হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ প্রমুখ।