• আজ সকাল ৮:৫৯, বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে দক্ষিণ সুরমায় মুজিববর্ষের ঘরের চাবি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২০, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২০, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ

 

সিলেট প্রতিধিনি
সিলেটে মুজিববর্ষে ৪টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে গৃহহীনদের হাতে এই চাবি তুলে দেওয়া হয়।

চাবি হস্তান্তর উপলক্ষে রোববার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সুবিধাভোগীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে এ চাবি তুলে দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশে কোনো গৃহহীন থাকবে না। পর্যায়ক্রমে সব গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে ঘরের চাবি তাদের হাতে তুলে দেওয়া হবে।বর্তমান সরকারের এই উদ্যোগের ফলে দেশের অসহায় মানুষ মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। উন্নয়নমুখী সরকারের সফল বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার, মোগলাবাজার থানার ওসি শামছোদ্দাহা, ৫নং সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, ইউপি সদস্য সাদিক মিয়া, আওয়ামী লীগ নেতা খলিল রাজা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মঞ্জুর আলী, ইকবাল হোসাইন, ওমর ফারুক ফরহাদ ও আব্দুর রহমান।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!