• আজ রাত ৮:২৩, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে বিএনপির প্রার্থী তালিকায় রইল বাকি ৯

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৩, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৩, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

সিলেট জেলা বিএনপির কাউন্সিলের প্রার্থী তালিকা ক্রমেই সংক্ষিপ্ত হচ্ছে। ১৩ প্রার্থীর মধ্যে এখন আছেন ৯ জন। মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৪ নেতা এখন আর প্রার্থী তালিকায় নেই। এনিয়ে আতংক, ক্ষোভ বিরাজ করছে জেলা কাউন্সিলে বঞ্চিত প্রার্থীদের মধ্যে।

তবে দলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল গফ্ফার বলেন, প্রার্থী তালিকা আর ছোট হওয়ার কোনো আশংকা নেই।

তিনি জানান, স্থগিত রাখা কাউন্সিল মার্চের মধ্যেই আয়োজনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত।

দলের ক্ষুব্ধ নেতারা জানান, জেলা বিএনপির কাউন্সিল আয়োজনের পর শুরু হওয়া নানা নাটকীয়তা এখনও চলছে। জেলা বিএনপির সভাপতি প্রার্থী সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। শেষ পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হয়েছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুল হাসান শাহীন ও শাকিল মোর্শেদের।

এর আগে সাধারণ সম্পাদক পদ থেকে বাদ দেয়া হয় আব্দুল আহাদ খান জামালকে। ধাপে ধাপে প্রার্থী যাচাই-বাছাই, জোর করে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের বাধ্য করার দলের বিভক্তিকে আরও দ্রুত প্রসারিত করছে বলে মন্তব্য করেন তারা। শুধু তাই নয়, এমন অযাচিত হস্তক্ষেপে দলের গণতান্ত্রিক প্রক্রিয়ার পর আস্থা কমছে নেতাকর্মীদের।

মনোনয়ন জমাদানকারী ১৩ জনের মধ্যে গত মঙ্গলবার মনোনয়ন ফরম ও ভোটার তালিকা যাচাই-বাছাই শেষে সভাপতি পদে আবদুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মো. আবদুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদ এই ৯ জনকে চূড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়।

প্রার্থী তালিকা থেকে বাদ পড়া কামরুল হাসান চৌধুরী শাহীন বলেন, আমি বিএনপির সঙ্গে জড়িত, তবুও মনোনয়ন বাতিল করা হয়েছে। খতিয়ে দেখার জন্য চিঠি দিয়েছি।

সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন বাতিল হওয়া শাকিল মোর্শেদ বলেন, দীর্ঘদিন ছাত্রদলের নেতৃত্ব দেয়া, মামলায় হয়রানি ও কারাবন্দি থাকলেও দলের এমন অবমূল্যায়ন হতাশাজনক।

এদিকে জেলা বিএনপির সভাপতি প্রার্থী আবুল কাহের চৌধুরী শামীম অসুস্থ। মঙ্গলবার বিকালে তাকে দেখতে যান একই পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়া সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ