সিলেটে যুবদলের বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ৭, ২০২২ ৪:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ৭, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
সিলেট করেসপন্ডেন্ট
চাল, ডাল, পেঁয়াজ, তেল, গ্যাস, বিদ্যুৎ পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যেমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ১০ মার্চ জাতীয়তাবাদী যুবদল সিলেট বিভাগীয় বিক্ষোভ সমাবেশ ও ১৩ মার্চ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার সমাবেশকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর যুবদলের এক প্রস্তুতি সভা সোমবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টায় ভাতালিয়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক এবং জেলা সদস্য সচিব মকসুদ আহমদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সহ-সভাপতি আনছার উদ্দিন। তিনি বলেন, চাল, ডাল, পেঁয়াজ, তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। সামনে পবিত্র রমজান মাস। কিন্তু প্রতিদিন যেভাবে নিত্য পন্যের মূল বাড়ছে তাতে করে দিনমজুর ও মধ্যবিত্ত মানুষের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। দেশ পরিচালনায় ব্যর্থ সরকারের বাস্তবমূখী প্রদক্ষেপ গ্রহণ না করার কারণে দেশ আজ চরম এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকারের দমন পীড়নে সাধারণ মানুষ আজ বাকরুদ্ধ হয়ে পড়েছেন। রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারছে না। দেশে যেন এক নায়কতন্ত্র বিরাজ করছে। এ অবস্থায় বেরিয়ে আসতে দেশের মানুষ উন্মুখ হয়ে বসে আছেন।
তিনি আগামী ১০ মার্চ যুবদলের সিলেট বিভাগীয় বিক্ষোভ সমাবেশ ও ১৩ মার্চ সিলেট জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ সফল করতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, শাহিবুর রহমান সুজান, সোহেল মাহমুদ, জেলা সদস্য লিটন আহমদ, কয়েছ আহমদ, মহানগর সদস্য এমদাদুল হক স্বপন, এম.এ মতিন, জেলা সদস্য জুনেদ আহমদ, মহানগর সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জেলা সদস্য রায়হান আহমদ, আলী আহমদ আলম, মকসুদুল করিম নুহেল, মহানগর সদস্য জামিল আহমদ, মির্জা সম্রাট, উসমান গণি, জেলা সদস্য মাসুক আহমদ, আমিনুল ইসলাম আমিন, মহানগর সদস্য এস.এম পলাশ, ইসহাক আহমদ, জেলা সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা। ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ময়নুল ইসলাম, ৬নং ওয়ার্ড আহ্বায়ক আমিন আহমদ, ১১নং ওয়ার্ড আহ্বায়ক খালেদ আহমদ হোসাইন, ২৪নং ওয়ার্ড আহ্বায়ক নাজিম আাহমদ, ৫নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক নাজির আহমদ, হাসান আহমদ রাসেল, আব্দুল মোমিন, ৭নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক কাওছার খান, ২৩নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক মিজান আহমদ, ৯নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক রুম্মান আহমদ, ১৬নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক মানিক খান। বিজ্ঞপ্তি