সিলেট জেলা বিএনপির কাউন্সিলে প্রার্থীতা নিয়ে কেন্দ্রের ৩ নিদের্শনা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ১৪, ২০২২ ১০:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ১৪, ২০২২ ১০:৪২ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
সিলেট জেলা বিএনপির আসন্ন দ্বি বার্ষিক সম্মেলন ২১ মার্চ অনুষ্ঠিত হবে। উক্ত কাউন্সিলে প্রার্থীতা নিয়ে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ৩টি নির্দেশনা প্রদান করা হয়েছে। সোমবার সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
নির্দেশনাগুলো হলো: (১) কেন্দ্রীয় কিংবা স্থানীয় পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন নেতা জেলা কাউন্সিলের কোন পদে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন না।
(২) মহানগর বিএনপির কোন পর্যায়ের কোন সদস্য জেলা কাউন্সিলের কোন পদে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন না।
(৩) কোন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক জেলা কাউন্সিলে কোন পদে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন না।
এই নির্দেশনা সোমবার (১৪ মার্চ) থেকে কার্যকর হবে।