সিলেট জেলা বিএনপির কাউন্সিল স্থগিত নিয়ে কেন্দ্রের বিবৃতি
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ২০, ২০২২ ৪:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ২০, ২০২২ ৪:০১ অপরাহ্ণ
সিলেট প্রতিধিনি
সিলেট জেলা বিএনপির ২১ মার্চের কাউন্সিল স্থগিত করা হয়েছে। রোববার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কাউন্সিল স্থগিত করা হয়।
বিজ্ঞপ্তিতে কাউন্সিল স্থগিতের কারণ উল্লেখ করা হয়। এতে বলা হয়- কাউন্সিল বা নির্বাচনের কমপক্ষে ৭দিন আগে ভোটার বা কাউন্সিলার তালিকা প্রকাশ করা উচিত ছিল। কিন্তু জেলা বিএনপি কাউন্সিলের আগের দিন ভোটার তালিকা প্রকাশ করেছে এবং কেন্দ্রে প্রেরণ করেছেন। যার ফলে কাউন্সিলে সুষ্ঠু ও স্বচ্ছ প্রতিযোগীতা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই কাউন্সিল স্থগিত থাকবে। যা রোববার থেকে কার্যকর হবে।