সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির মাজার জিয়ারত শনিবার
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ

সিলেট প্রতিনিধি
কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের কর্মসূচীর আয়োজন করা হয়েছে। আগামী শনিবার সকাল ১১টায় মাজায় জিয়ারত করবেন সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
যথাসময়ে উপস্থিত থেকে মাজার জিয়ারত কর্মসূচীকে সফল করার জন্য জেলার আওতাধীন ১৮ উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ, জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
স্বাধীন খবর ডটকম/আ আ
