সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে T.A টিভি ও ইউরোপ বিএনপির অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ৩০, ২০২২ ৭:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ৩০, ২০২২ ৭:৫৯ পূর্বাহ্ণ
ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,জনতার আওয়াজ
নির্বাচনে বিজয়ী সিলেট জেলা বিএনপির সভাপতি হিসেবে জয়ী কাইয়ুম চৌধুরী,সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ইমরান আহমদ চৌধুরী।সাংগঠনিক সম্পাদক মো. শামিম আহমদকে T.A টিভি ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, রেজাউল করিম রেজা-প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,T.A’Tv. যুগ্ম সাধারণ সম্পাদক, ফ্রান্স বিএনপি।ছায়েফ আহমেদ সুইট,প্রতিষ্ঠাতা পরিচালক-T.A’Tv.যুগ্ন সাধারণ সম্পাদক পর্তুগাল বিএনপি।আকুল মিয়া-সভাপতি জার্মান বিএনপি।হামিদুল নাসির-সাবেক সভাপতি আয়ারল্যান্ড বিএনপি।নাসির উদ্দীন-সাবেক সহসভাপতি।অস্ট্রীয়া বিএনপি।আবু জাফর রাসেল-সাংগঠনিক সম্পাদক স্পেন বিএনপি।শেখ খালেদ আহমদ মিনহাজ-যুগ্ম সাধারণ সম্পাদক।পর্তুগাল বিএনপি।সুমন আহমেদ-সহ সাংগঠনিক সম্পাদক,পর্তুগাল বিএনপি।আবু বক্কর-ফ্রান্স বিএনপি।
গত মঙ্গলবার (২৯ মার্চ) নগরের রেজিস্ট্রারি মাঠে জেলার আওতাধীন ১৩ উপজেলা ও ৪ পৌরসভার কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হন স্থগিত হওয়া দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সিলেট জেলা বিএনপির উক্ত ব্যক্তিবর্গ ।ফলাফলে আবদুল কাইয়ুম চৌধুরী ৮৬৮ ভোট পেয়ে সভাপতি এবং ৭৯৮ ভোট পেয়ে এমরান আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শামীম আহমদ ৬২৩ নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তাঁদের নেতৃত্বেই থাকবে সিলেট জেলা বিএনপি।
T.A’Tv ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে নির্বাচনে জয়ী সম্মানিত ব্যক্তিবর্গদের প্রতি ভালবাসা ও নির্বাচনে জয়ী হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন এবং বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে T.A’Tv ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দ তাদের এ জয়ে উৎসাহ প্রকাশ করেন ও এ বিজয়ের সাফল্য এবং সমৃদ্ধির শীর্ষে যাওয়ার সমর্থন এবং ইচ্ছা পোষণ করেন বলে আশাবাদ ব্যক্ত করেন।