সিলেট জেলা বিএনপির সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন কাইয়ুম চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখার সম্মেলন ও কাউন্সিল ২১ মার্চ অনুষ্ঠিত হবে। কাউন্সিলে সভাপতি প্রার্থী হয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী।
বৃহস্পতিবার নমিনেশন জমা দেয়ার শেষ দিনে সম্মেলনের নির্বাচন কমিটির চেয়ারম্যান এড. আব্দুল গাফফার ও সদস্য এড. এটিএম ফয়েজের নিকট নমিনেশন ফরম জমা দেন আব্দুল কাইয়ুম চৌধুরী।
মনোনয়ন পত্রে প্রস্তাবকারী ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ও সমর্থনকারী দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ এ সময় অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন আত্তর আলী, বখতিয়ার আহমেদ ইমরান, মনিরুল ইসলাম তুরন,ময়নুল ইসলাম মঞ্জু, মাহবুব আলম, পাবেল রহমান, আব্দুল মজিদ, আলী আব্বাস, রুমেল আহমেদ, জয়নাল আবদিন, জুয়েল আহমেদ প্রমুখ।