• আজ রাত ৪:৩৮, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট জেলা বিএনপির সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২০, ২০২২ ৮:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২০, ২০২২ ৮:৪৬ পূর্বাহ্ণ

 

সিলেট প্রতিধিনি

সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। আজ দুপুর ১টায় সম্মেলন স্থগিতের ঘোষণা দেয়া হয়। সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার জানিয়েছেন- কেন্দ্রের নির্দেশে জেলা বিএনপির এ সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তারিখ ঘোষণা করা হবে।

আগামীকাল সোমবার সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিলো। এ সম্মেলনকে ঘিরে সিলেট বিএনপির নেতারা ছিলেন উজ্জীবিত। সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে ৫ জন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী ছিলেন। গত কয়েকদিন ধরে তারা প্রচারণা চালিয়েছেন।

এদিকে- সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠের সম্মেলন ও কাউন্সিলস্থল প্রস্তুত করার কাজ চলছিলো। বিএনপি নেতারা জানিয়েছেন- সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে বিএনপির কয়েকজন নেতা ঢাকা থেকে সিলেটে গিয়ে সার্বিক বিষয় তদারকি করছিলেন।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ