• আজ সকাল ৮:৪৯, সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট জেলা বিএনপি নেতৃবন্দকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১, ২০২২ ৯:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১, ২০২২ ৯:৩১ পূর্বাহ্ণ

 

সিলেট প্রতিনিধি
কাউন্সিলারদের ভোটে নবনির্বাচিত সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সিলেট জেলা বিএনপির কার্যক্রম শক্তিশালী ও সুসংহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সাথে সুন্দর কাউন্সিল আয়োজন করায় জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার ও আহ্বায়ক কমিটির সদস্য এবং প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল গাফফার, নির্বাচন কমিশনার এডভোকেট এটিএম ফয়েজ সহ দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।
এক বিবৃতিতে ড. এনামুল হক চৌধুরী বলেন, একটি অবাধ ও সুষ্ঠু কাউন্সিলের মাধ্যমে সিলেট জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি শতভাগ গণতান্ত্রিক একটি দল। কাউন্সিলের মাধ্যমে দলের সকল স্তরে গণতন্ত্র বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নবনির্বাচিত কমিটি অগ্রনী ভুমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এদিকে সাবেক জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ তৃণমূলের ভোটে নির্বাচিত হয়ে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। দলের জন্য তাদের শ্রম ও ত্যাগ জাতীয়তাবাদী শক্তি শ্রদ্ধার সাথে স্মরন করবে। তাদেরকেও ধন্যবাদ জানান তিনি।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ