• আজ সকাল ৭:০৮, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট শিল্পকলার বিশ্ব নাট্য দিবস উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৭, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৭, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ

 

সিলেট প্রতিনিধি

বিশ্ব নাট্য দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে আজ (২৭ মার্চ) বিকাল ৪:৩০টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় নাটক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য এবং নাট্য দিবসের বাণী পাঠ করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। আবৃত্তিশিল্পী সুলতানার সঞ্চালনায় এরপরপরই দিক থিয়েটার শাবিপ্রবি সিলেট মঞ্চায়ন করে ‘আভাস’ নাটকটি। নাটকটির রচনায় ছিলেন মোতাহার হোসেন সোহেল এবং নির্দেশনায় ছিলেন আব্দুল বাছিত সাদাফ। এরপর সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় জেলা শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও আবৃত্তি দলের পরিবেশনায় সম্মেলক সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়। সংগীত ও নৃত্য পরিচালনায় ছিলেন একাডেমির প্রশিক্ষক পূর্ণিমা দত্ত রায়, অরুণ কান্তি তালুকদার, জ্যোতি ভট্টাচার্য্য, প্রতীক এন্দ, মো. জসিম উদ্দীন ও প্রতিভা রায় কেয়া। একক পরিবেশনায় ছিলেন মাইবম আইরিন লৈনা, লিজা পাল ও নিবেদিতা পাল।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ