সিলেট সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ১৩, ২০২২ ৩:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ১৩, ২০২২ ৩:১০ অপরাহ্ণ
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, গ্যাস, ভোজ্যতেল সহ নিত্যপণ্যের অস¦াভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সিলেট সদর উপজেলা বিএনপি। সোমবার সদর উপজেলার টুকেরবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে বাজার পয়েন্ট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালানয় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ কে এম তারেক কালাম, উপজেলার সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, উপজেলা বিএনপি নেতা ইসলাম উদ্দিন, রফিকুল ইসলাম, বাদশা আহমদ, জৈন উদ্দিন মেম্বার, এনাম মেম্বার, জাহেদ আহমদ, আব্দুল খালিক, ফারুক মিয়া, আকবর আলী, ফখর উদ্দীন, খবির আহমদ নুনু, ফরিদ আহমদ, আব্দুস সালাম, আঙ্গুর আলম, আফজল হোসেন, সামছুল ইসলাম ফয়সল, ছাইদুল ইসলাম, আখতারুজ্জামান, ইমাম উদ্দিন, তৈয়বুর রহমান, শফিক আলী, আব্দুস সালাম, বাবুল মিয়া, রুস্তুম আলী, সিরাজ মিয়া, জিএম কিবরিয়া, তারেক মনোয়ার, আব্দুল আজিজ, মুশাহিদুল ইসলাম, মারুফ আহমদ, ফজল রানা, ছয়দুল ইসলাম, আবুল হোসেন, মোঃ হিরা, সিবলি মিয়া, আবুল বাহার, সুজন, রাব্বি, আওলাদ হোসেন ও সাব্বির প্রমূখ।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি আর লুটপাটের কারণে দেশে জ¦ালানী গ্যাস, ভোজ্য তেল সহ নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। দেশের সকল সেক্টরে সরকার দলের সিন্ডিকেট বসিয়ে দেয়া হয়েছে। তারা ইচ্ছেমতো বাজার নিয়ন্ত্রণ করছে। অবৈধ সরকারের নৈতিক শক্তি নেই, তারা দলীয় ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে আছে। এই সরকারের কাছে মানুষের অধিকারের মূল্য নেই। তারা ক্ষমতা পাকাপোক্ত করতে ও নিজেদের আখের গোছাতে জনগণের উপর নিত্যমূল্যের বোঝা চাপিয়ে দিচ্ছে। গুরুতর অসুস্থ ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধাঁ দিয়ে সরকার তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম জিয়ার কোন ক্ষতি হলে আওয়ামীলীগকে চড়া মূল্য দিতে হবে। ফ্যাসিবাদী সরকার সম্প্রতি যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেটে ধনীরা আরো ধনী ও গরিবেরা আরো গরীব হবে। গণতন্ত্র হত্যাকারী সরকারের হাত থেকে দেশ জাতিকে রক্ষায় আন্দোলনের বিকল্প নেই। সিলেট থেকেই স্বৈরাচারী সরকারের বিদায় ঘন্টা বাজাতে হবে।