• আজ সন্ধ্যা ৭:৩৮, রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সীতাকুণ্ডের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৪, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৪, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় রড় একটি সংখ্যক লোক আহত হয়েছেন।

শনিবার (৪ জুন) দিবাগত রাত ২টার পরে চট্টগ্রাম সিভিল সার্জন সূত্রে এ তথ্য জানা যায়।

রাত ২টা ১০ মিনিটে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সঙ্গে কথা বললে তিনি জানান, হিসাব করে দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত দেড় শতাধিক আহতকে ভর্তি করানো হয়েছে। ৫ জন মারা গেছেন। বেশিরভাগই ধোঁয়ায় আহত, হালকা পোড়াও আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতরও অনেকে আছেন। তাদেরও চিকিৎসা চলছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য চট্টগ্রাম সিএমএইচের বার্ন ইউনিট প্রস্তুত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের এখানে সমস্যা হলে সেখানে পাঠানো হবে। বিভাগীয় কমিশনার এখানে আছেন।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ