• আজ রাত ১০:০৬, বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সীতাকুণ্ডে বিএনপির হাত আছে কি না, এটাই এখন খুঁজতে বাকি: মান্না

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ

 

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সীতাকুণ্ডের ঘটনায় বিএনপির হাত আছে কি না, লন্ডনে বসে তারেক রহমান রিমোট কন্ট্রোল টিপছে কি না এটাই এখন খুঁজতে বাকি। আসলে যখনই কিছু ঘটে, তখনই বিএনপির হাত আছে, তারেক রহমানের হাত আছে, বিদেশিদের ইন্ধন আছে এসব কথা বলে নিজেদের ব্যর্থতাকে আড়াল করে সরকার।

মঙ্গলবার (৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সোনার বাংলা পার্টি আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, পত্রিকার নিউজ এসেছে একজন দমকল বাহিনীর সদস্য মারা গেছেন, তার মরদেহ আনার জন্যেও পাঁচ হাজার টাক ঘুস দিতে হয়েছে। আমাদের সরকার করে কী, মন্ত্রী যারা আছে, তারা করে কী। এই খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার কথা ছিল না? তা তো নিতে পারলো না।

তিনি বলেন, এখন যারা ক্ষমতায় আছে, তারা অমানুষ। এদের মধ্যে মানুষের প্রতি কোনো দয়া মায়া নেই। যদি থাকতো, সীতাকুণ্ডের ঘটনায় এত সময় হয়ে গেলো, একটা যথাযথ তদন্ত কমিটিও গঠন করতে পারলো না সরকার। আমাদের দেশের তদন্ত কমিটির রিপোর্ট সাধারণত আলোর মুখই দেখে না। যাই গঠন করে, সব পক্ষপাতমূলক।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, মিরপুরে হাজার হাজার গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছে, অথচ সেই খবর এতদিন প্রাধান্য পায়নি। গার্মেন্টস শ্রমিকদের স্লোগান- ‘জিনিস পত্রের দাম কমাও, নইলে বেতন বাড়াও। কিছুই যদি না পারো, নইলে গদি ছাড়ো।’ এটা তো আমাদেরই কথা, এটা তো রাজনৈতিক কথা। আমরা সরকারকে গদি ছাড়তে বলি, কারণ তারা অন্যায়ভাবে বসে নিষ্ঠুরভাবে শাসন করছে।

অন্তর্বর্তী সরকার নিয়ে মান্না বলেন, এই সরকারকে হটানোর পর এমন একটা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত করা হোক। তাতে কোনো বিতর্ক নেই। সেই সরকার এসে একটা নির্বাচন ব্যবস্থা করবে। মানুষ তার পছন্দের মতো ভোট দেবে। ভোট গণনায় যা ফলাফল হবে সেটাই মেনে নেবে। কিন্তু এই সরকার তা শুনবে না। কারণ তারা বাঘের পিঠে উঠেছে। এখন নামলে তো বাঘে খাবে।

সোনার বাংলা পার্টি সভাপতি শেখ আব্দুল নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য রাখেন- গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণফোরাম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূর, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলন সমন্বয়কারী এডভোকেট হাসনাত কাইয়ূম, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি মহাসচিব মো মঞ্জুর হোসেন ঈসা, তৃণমূল জনতা পার্টি চেয়ারম্যান ডা. নাজিম উদ্দীন প্রমুখ।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ