সুনামগঞ্জে পৃথক ধর্ষণ মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২৯, ২০২২ ৯:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২৯, ২০২২ ৯:৩২ পূর্বাহ্ণ

একে কুদরত পাশা, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণের অপরাধে ৫টি পৃথক মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে নারী ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন এই রায় ঘোষণা করেন।
সদর উপজেলার সৈয়দপুর গ্রামের রিপন মিয়া, ধর্মপাশা উপজেলার ফাতেমানগর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে রুকন মিয়া, জগন্নাথপুর উপজেলার ইহসাকপুর গ্রামের শাহিন মিয়া, সদর উপজেলার ইছাগরি গ্রামের শৈলেন দাস, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের আসাদ মিয়া।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নান্টু রায়।
স্বাধীন খবর ডটকম/আ আ
