সুবর্ণজয়ন্তী জাতীয় কমিটির ১১৩ জনকে প্রশ্ন ছুঁড়ে দিলেন : আবু জাফর রাসেল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ৬:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি জনতার আওয়াজ,লন্ডন
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী জাতীয় কমিটির ১১৩ জনকে প্রশ্ন ছুঁড়ে দিলেন সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের সভাপতি আবু জাফর রাসেল। সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানানোর প্রাক্কালে তিনি রাজনৈতিক মতবাদকে উদ্দেশে বলেন,আমি সম্পূর্ণরূপে ব্যর্থ আর এই ব্যর্থতার দায়ভার আমার নিজের বলে মনে করি ।
অতপর: প্রশ্ন থেকেই যায় সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি ইউরোপের ১১৩ জন নেতৃবৃন্দের প্রতি আপনারা কে কোথায় কতটুকু সফল হয়েছেন ? তবে হে গ্রুপিং এবং নিজ নিজ প্রতিযোগিতার নেশায় আর ধন্ধে সকলেই দায়মুক্ত, অনেকেই সব কিছু ভুলেই খুঁজে পেতে চান সফলতা l দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে থাকার দায় এড়িয়ে গিয়ে ভাবছেন এ দায় আমার না,আমার তাতে কিছু যায় আসে না l তারুণ্যের অহংকার তারেক রহমান নির্বাসনে তাতে আমাদের কি ? রাজনৈতিক অঙ্গনকে নিঃস্বার্থ ও সকলের স্বতঃস্ফূর্ত চিন্তা চেতনায় জাগ্রত করার মানসিকতা তৈরী করতে হবে আমাদের।গ্রপিংকে না বলে,অন্যের গায়ে কাদা ছোড়াছুড়ি না করে ঐক্যবদ্ধ হয়ে শক্ত ও মজবুত করার অভিপ্রায় ব্যক্ত করছি ।
পদ পদবীর নেশায় আমরা নিজেরাই নিজেদের পতনের মুখে ঠেলে দিচ্ছি যা আমাদের সকলের বোধগম্য হওয়া উচিত বলে আমি মনে করি । তবেই সফলকাম হবে বলে আমি আশাবাদী। আমি যেভাবে অকপটে আমার ব্যর্থতার দায়ভার নিয়ে নিলাম ,যার যার ব্যর্থতাকে অকপটে স্বীকার করাও যার যার দায়ভার এর মধ্যে পরে । যা শিকার করে এ দায় মুক্ত হওয়ার চেষ্টা করে দেশ ও দলের দুর্দিনে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে “তারেক রহমানের”নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি ।অবশেষে সকলকে তিনি বাংলাদেশের স্বাধীনিতা সুবর্ণজয়ন্তীর বিশেষ শুভেচ্ছা জানান ।