সুষ্ঠু গণতন্ত্রই বর্তমান সঙ্কটের মূল চিকিৎসা : ডা. জাফরুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সুষ্ঠু গণতন্ত্রই বর্তমান সঙ্কটের মূল চিকিৎসা। বর্তমানে দেশে দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি তা নিয়ন্ত্রণ করতে দায়িত্বশীলদের সদিচ্ছার পাশাপাশি নজরদারী বাড়াতে হবে।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অংশীজনদের মতামত নিতে দ্বিতীয় দফায় সংলাপে বসেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২২ মার্চ) বেলা সোয়া ১১টায় নির্বাচন ভবনে সংলাপে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।
জাফরুল্লাহ চৌধুরী তার মতামত তুলে ধরে বলেন, প্রধান নির্বাচন কমিশনার একটি কথা বলেছিলেন, আমিও ইভিএম বুঝি না; পত্রিকায় যা প্রকাশিত হয়েছে। একটা কাগজ তৈরি করা দরকার, কীভাবে ইভিএম এলো? বিনা টেন্ডারে এত ইভিএম কেনা হয়েছিল, একটা সামরিক বাহিনীর সামরিক সচিবের অতি উৎসাহের কারণটা কী? এ সম্পর্কে একটা শ্বেতপত্র প্রকাশ করা প্রয়োজন। ইভিএম যদি ব্যবহার করতেও হয়, ৫-১০টা সেন্টারে হতে পারে। খুব সিরিয়াসলি করে আমরা দেখতে পারি, তবে এটা না হওয়াটাই ভালো।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন বাকি আছে। গণসংহতি আন্দোলনের নিবন্ধন হয়নি, হাইকোর্টেরও রায় হয়েছে। আমাদের আবেদন থাকবে আপনারা দ্রুত ছেড়ে দেন। রাজনীতিতে আমাদের সৎ লোককে আনতে হবে। অনেক বেশি অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
এ সময় নির্বাচনে ভোটার লিস্ট সময় নিয়ে প্রকাশ এবং সব প্রার্থীদের নিয়ে অন্তত ৫টি জেলায় মিটিং করার প্রস্তাব দেন তিনি।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, জামায়তের নিবন্ধনের বিষয়ে একটা সুরাহাতে যেতে হবে, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না, এসব সমস্যা আপনাদের কাঁধে এসে পড়ছে। আপনাদের সাহসিকতার ওপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। যেসব রাজনৈতিক দল আসছে না, আপনারা আরেকটু চেষ্টা করুন।
স্বাধীন খবর ডটকম/আ আ
