সোনারগাঁ হতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৯:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৯:৩৪ পূর্বাহ্ণ
এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : র্যাব-১১ মঙ্গলবার (১৫ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নূর হোসেন সৌরভ (২৪), পিতা- মৃত নাসির উদ্দিন, সাং- সোনাপুর, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকাকে গ্রেফতার করা হয়। এসময় আসামীর হেফাজত হতে ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি সম্রাট তালুকদার জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। সে প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।