• আজ বিকাল ৩:৩০, শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্কুলছাত্রকে হত্যা মামলায় শরীয়তপুরে ২ জনের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১২, ২০২২ ৩:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১২, ২০২২ ৩:১৫ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি : মো. শাকিল মাদবর (১৫) নামে এক স্কুলছাত্রকে হত্যা মামলায় শরীয়তপুরে শাকিব ওরফে বাবু (২০) ও ইমরান মোড়ল (২০) নামে দু’জন আসামিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলায় অভিযুক্ত চারজনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ রায় দেন।নিহত শাকিল জেলার জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা হাজী কালাই মোড়লকান্দির এলাকার সালাম মাদবরের বড় ছেলে। সে অ্যাম্বিশন কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশু শাকিলের অপহরণ ও হত্যা মামলায় ছয়জন আসামি ছিলেন। এদের মধ্যে শাকিব ও ইমরান নামে দুই আসামিকে মৃত্যুদন্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযুক্ত অন্য চারজন মামলা থেকে খালাস পেয়েছেন। খালাস প্রাপ্তরা হলেন- আক্তার মাদবর (২৬), সজিব মাঝি (২২), মহসিন হাওলাদার (২৫) ও স্বপন সরদার (৪৫)।
২০২০ সালের ২৫ জুন বিকেলে স্কুলছাত্র শাকিলকে খেলাধুলার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান অভিযুক্ত শাকিব। পরে শাকিবের সঙ্গে আক্তার, সজিব, ইমরান, মহসিন ও স্বপন মিলে শাকিলকে অপহরণ করে উপজেলার মোসলেম ঢালীরকান্দি গ্রামের বারেক মৃধার বাড়ির পাশে আটকে রাখে। একপর্যায়ে শাকিলের চাচা শাহাজুল ইসলাম মাদবরের কাছে মোবাইলফোনে ও ম্যাসেজে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণরীরা। অন্যদিকে শাকিলকে তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করতে থাকে। মুক্তিপণ না দেওয়ায় শাকিলকে হত্যা করে পদ্মা সেতু সংলগ্ন ওই গ্রামের বারেক মৃধার বাড়ির পাশের বালুর মাঠে, বালু মাটি দিয়ে চাপা দিয়ে লাশ গুম করে রাখে। গ্রেফতার আসামি ইমরানকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তার তথ্যমতে, একই মাসের ২৭ জুন ভোরে শাকিলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় জাজিরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন শাকিলের বাবা সালাম মাদবর। এর আগের দিন ২৬ জুন অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ বাবু ও ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের সাতদিনের পুলিশ রিমান্ড চেয়ে শরীয়তপুর আদালতে পাঠানো হয়েছে। আর অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ আহমেদ বলেন, আমরা এ রায়ে আংশিকভাবে সন্তুষ্ট। কারণ এ মামলায় সব আসামির সম্পৃক্ততা আছে। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রয়েছে। তাই উচ্চ আদালতে আপিল করব।
এদিকে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিলন রহমান মুরাদ বলেন, আমরা মামলাটি নিয়ে উচ্চ আদালতে যাব।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ