স্কুল বন্ধ করে আ.লীগের সম্মেলন!
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ৩১, ২০২২ ১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ৩১, ২০২২ ১:০২ অপরাহ্ণ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যালয় বন্ধ করে আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।
মঙ্গলবার বেলা ১২টার দিকে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন।
এর আগে সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জানিয়ে দেয়, মঙ্গলবার ক্লাস হবে না। বিদ্যালয় বন্ধ থাকবে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক অভিযোগ করেন, জেলা পরিষদ মিলনায়তন বা শহরের অন্য কোনো মিলনায়তনে সম্মেলন হলে স্কুল বন্ধ রাখার প্রয়োজন হতো না। শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হতো না। প্রায় সময়ই বিদ্যালয়ের মাঠে বিভিন্ন সময় রাজনৈতিক দলের সভা-সমাবেশের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার সমস্যা হয়। সম্মেলনকে কেন্দ্র করে এক সপ্তাহ ধরে বিদ্যালয় মাঠে বিশাল প্যান্ডেল করে মঞ্চ তৈরি করা হয়। এ কারণে সপ্তাহব্যাপী শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত হয়।
রায়পুর মার্চেন্টস একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, সম্মেলনের কারণে বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয়ের সংরক্ষিত ছুটি দেওয়া হয়েছে। তবে সব শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত রয়েছেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হক বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংরক্ষিত ছুটি থেকে বন্ধ রাখতে পারেন। এছাড়া হাজার হাজার নেতাকর্মী ও মাইকের শব্দের কারণে পাঠদান সম্ভব হবে না।
উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই মাঠে সম্মেলন হচ্ছে। অন্য জায়গায় বিপুল লোকের সমাগমে সম্মেলন করার স্থান না থাকায় এখানে করা হচ্ছে।
স্বাধীন খবর ডটকম/আ আ
