• আজ দুপুর ২:২৯, শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে সিলেটে বিএনপির স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৭, ২০২২ ১০:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৭, ২০২২ ১০:০২ পূর্বাহ্ণ

 

সিলেট প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক সফল সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে সিলেট জেলা বিএনপি। রোববার দুপুরে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এদিকে একই সময়ে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। জননেতা এম ইলিয়াস আলী গুম হওয়ার ১০ বছর অতিবাহিত হওয়ায় তাঁর সন্ধান চেয়ে কর্মসুচী ঘোষনা করে সিলেট জেলা বিএনপি। এরই অংশ হিসেবে স্মারকলিপি দেয়া হয়েছে।
স্মারকলিপিতে সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীকে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, আজ থেকে ১০ বছর পূর্বে এমন দিনে ঢাকার বনানী থেকে গাড়ী চালক সহ গুম হন বিএনপির তৎকালিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি ও সাবেক এমপি সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী। ১০ বছর পেরিয়ে গেলেও সরকার আজ পর্যন্ত তাদের সন্ধান দিতে ব্যর্থ হয়েছে। অথচ গুম হওয়ার পর সরকার প্রধান থেকে শুরু করে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার প্রতিশ্রতি দিলেও সিলেটের গুমকৃত কারো সন্ধান দিতে পারেনি। একজন নাগরিকের গুম হওয়ার দায় সরকার এড়াতে পারেনা। তাই জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফফার, বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, জেলার সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, সাবেক সহ-সভাপতি আলহাজ¦ শেখ মকন মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ, জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ প্রমূখ।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বৃহত্তর সিলেটের সবচেয়ে জনপ্রিয় নেতা গুমের ১০ বছর পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে ফিরিয়ে দেয়ার কার্যকর কোন উদ্যোগ না নেয়া দুঃখজনক। দেশের যে কোন নাগরিকের নিরাপত্তা বিধান করার দায়িত্ব সরকারের। দেশের যে কোন নাগরিক গুম হলে তাকে খুজেঁ বের করার দায়িত্ব সরকারের উপরই বর্তায়। কিন্তু জননেতা এম ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদের ফিরিয়ে দেয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় আমরা মনে করি গুমকৃত সকলই সরকারের হেফাজতে রয়েছেন। আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে অবিলম্বে জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানাচ্ছি।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ