স্বাধীনতার ৫০ বছর পরও জনগণের ভোটের অধিকার নেই: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ২৬, ২০২২ ৮:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ২৬, ২০২২ ৮:৩৭ পূর্বাহ্ণ
সিনিয়র করেসপন্ডেন্ট
স্বাধীনতা অর্জনের পঞ্চাশ বছর পার হলেও জনগণের স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যে লক্ষ্য, স্বপ্ন আর আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম; সেই স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেছে।’
শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদবেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘দেশ সম্পূর্ণ ফ্যাসিবাদী শাসনের কবলে পড়েছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটি সময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। যে সময় দেশ থেকে গণতন্ত্র পুরোপুরি নির্বাসিত হয়েছে।’
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারারুদ্ধ হয়ে আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলায় নির্বাসিত করে রেখেছে। পয়ত্রিশ লাখ গণতন্ত্রকামী নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ছয় শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন। খুন করা হয়েছে সহস্রাধিক নেতাকর্মীকে। কী একটা ভয়াবহ, দুর্বিষহ স্বৈরাচারীর কবলের মধ্যে আজ দেশ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘অমরা স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন করতে এসে শপথ নিয়েছি। পঞ্চাশ বছর আগে যেমন আমরা দেশকে মুক্ত করার জন্য যুদ্ধ করেছি, এখন আবারও যুদ্ধ করব। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব। তাদের নেতৃত্বে দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেবো। নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশে জনগণের সরকার ও রাষ্ট্র প্রতিষ্ঠা করব। সেই রাষ্ট্র হবে একটি মুক্ত রাষ্ট্র।’
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা।