স্বাধীনতা দিবস উপলক্ষে পর্তুগালে পর্তু বিএনপির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৩, ২০২২ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৩, ২০২২ ২:১৪ অপরাহ্ণ

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,জনতার আওয়াজ,লন্ডন
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ৩০ মার্চ স্থানীয় একটি হল রুমে পর্তুগালের পর্তু বিএনপির উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে পর্তু বিএনপির সভাপতি কাজল আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও কাইয়ুম উদ্দিন লিটন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া,আয়ারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি হামিদুল নাসির,ফ্রান্স বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল,যুক্তরাজ্য বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান,পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার,যুগ্ন সাধারণ সম্পাদক ছায়েফ আহমেদ সুইট,শেখ খালেদ আহমেদ মিনহাজ,যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল হোসেন জিন্নাহ,সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ লিটন কাদেরী,সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ।
আলোচনা সভায় প্রধান অতিথি এবং প্রধান বক্তা তাদের বক্তব্যে পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক ছায়েফ আহমেদ সুইট ও যুগ্ন সাধারণ সম্পাদক শেখ খালেদ আহমেদ মিনহাজ এর ভুয়সী প্রশংসা করে বলেন একটি সুসংগঠিত পর্তুগাল বিএনপি গঠনে তরুন এই নেতৃত্ব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন,নেতৃবৃন্দ বলেন দেশে আজ গনতন্ত্র নেই,দ্রব্য মুল্যের লাগামহীন অবস্থায় সাধারণ মানুষ আজ দিশেহারা,নেতৃবৃন্দ আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বেই বাংলাদেশের হারিয়ে যাওয়া গনতন্ত্র পুনরুদ্ধার হবে।
বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান আরও বলেন, বাংলাদেশের কোনায় কোনায় চলছে দুর্নীতি, রাজনৈতিক প্রতিহিংসা,আভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে এই অবৈধ সরকার ক্ষমতা আকড়ে থাকতে চায় ।গণতন্ত্র হত্যা ও মানবাধিকার লঙ্ঘনকারী আওয়ামীলীগের পতন অচিরেই ঘটবে।এই আওয়ামী মাফিয়া আর গুম খুন অপহরণকারী চক্র নিশ্চিত ধ্বংসে পতিত হবে তবেই এই মাফিয়া শক্তির কবল থেকে দেশ পুনরুদ্ধার হবে।দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে । সে লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বাংলাদেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি সংগ্রাম চালিয়ে যাবো ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ।
স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্রদল অর্গেনাইজেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর রাসেল এর মুহ মুহ স্লোগানে মুখরিত ছিল সভাস্থল।সভায় আয়োজগন অতিথি বৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান এবং অতিথি বৃন্দের উপস্থিতি ও স্বতঃস্ফুর্ত মুগ্ধতায়
সভার গুরুত্ত্ব ও সৌন্দর্য বধনে পর্তু বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত সভাস্থলে দের শতাদিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্বাধীন খবর ডটকম/আ আ
