স্বেচ্ছাসেবক দলের সমাবেশ, প্রেস ক্লাবের সামনে যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ৯, ২০২২ ৮:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ৯, ২০২২ ৮:৫০ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ফলে সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে প্রেস ক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (৯ মার্চ) দুপুর ২টায় এ বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয় এবং স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে প্রেস ক্লাবের আশেপাশের এলাকা।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।