• আজ সকাল ৭:৪০, সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৮, ২০২২ ৭:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৮, ২০২২ ৭:৫৭ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের পূর্বঘোষিত হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

এসময় হরতাল সমর্থনকারীরা বলেন- টিসিবির ট্রাকের পেছনে ছুটছে, মারামারি করছে। অথচ এই সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। হরতালের সমর্থনে আমাদের কর্মসূচি চলছে এবং চলবে।

সোমবার(২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে যায় বামপন্থি ছাত্র সংগঠনগুলোর এই জোট। এরপর রাস্তা বন্ধ করে সেখানে তারা অবস্থান নিয়ে মিছিল ও সমাবেশ করতে থাকে। এ সময় তারা হরতালের সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান দেয়।

জোটের নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের মধ্যে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। মানুষ বেঁচে থাকার লড়াইয়ে কীভাবে টিকে আছে? খেয়াল করলেই চোখে পড়বে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ