• আজ সকাল ৮:০৯, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হরতালে বিপর্যস্ত ঢাকার জীবন সড়কে আটকে আছে গাড়ির সারি

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৮, ২০২২ ১০:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৮, ২০২২ ১০:৩৪ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সড়কে আটকে আছে গাড়ির সারি। অফিসের কাছাকাছি এসে যানজটের জ্বালা আর সইতে পারছেন না মাকসুসুর রহমান। বাধ্য হয়েই পান্থপথ সিগন্যালে বাস থেকে নেমে যান তিনি। বাস থেকে নেমেই খুঁজতে থাকেন ঠান্ডা পানির বোতল। গরমে যানজটে বাসে বসে পরনের শার্ট প্রায় ভিজেই গেছে তার।

কলাবাগান থানার সমনেই ফাস্টফুডের দোকানের সামনে দাঁড়িয়ে কথা হয় মাকসুসুর রহমানের সঙ্গে। বিরক্তিভরা চেহারায় তিনি বলেন, ‘জেলা শহরে যদি চাকরি থাকত তাহলে আর ঢাকায়ই থাকতাম না। এই শহরে মানুষের থাকার কোনো উপায় আছে? শ্যামলী থেকে কাওরান বাজার এতটুকু পথ আসতে দুই ঘণ্টার বেশি সময় লেগে গেল। ’

এদিকে পূর্ব ঘোষিত হরতালে রাজধানীতে কর্মসূচি দিয়েছিল বাম গণতান্ত্রিক জোট। পল্টনে অবস্থান কর্মসূচি পালন করছিল বাম জোট। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। প্রতি উত্তরে জোটের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।

অন্যদিকে কাকরাইল মোড়ে শাহিদুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘বাসে সিট পাই নাই। গরমে ঘেমে বিরক্ত হয়ে বাস থেকে নেমে গেছি। সদরঘাট থেকে বাসে উঠেছি উত্তরা যাব। বিজয় নগর আসতেই এক ঘণ্টা লাগছে। বাস যেন চলেই না। এখন সিএনজিতে (অটোরিকশা) যাব ঠিক করছি। ’

তাদের মতো ঢাকার রাস্তায় প্রতিদিন যানজটে ভোগান্তির শিকার হচ্ছে লাখো মানুষ। তাদের ভোগান্তির মাত্রা বহু গুণে বাড়িয়ে দিয়েছে গরম। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেল, সড়কের খানাখন্দ, নির্মাণকাজের জন্য রাস্তা ছোট হয়ে আসা, করোনা-পরবর্তী সময়ে সব প্রতিষ্ঠান খুলে যাওয়া এবং সড়কে অতিরিক্ত ছোট যান বেড়ে যাওয়া যানজটের অন্যতম কারণ।

সরেজমিনে রাজধানীর আজিমপুর, মিরপুর, ফার্মগেট, পল্টন, গুলিস্তান, মতিঝিল, রামপুরা, মগবাজার, বংশাল, শান্তিনগর, বিমানবন্দর, মহাখালীসহ বেশ কিছু এলাকার প্রধান সড়কে যানজটের প্রায় একই চিত্র দেখা যায়।

যানজট বেড়ে যাওয়া প্রসঙ্গে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘যানজট নিয়ে নতুন করে বলার আর কিছুই নাই। কেন যানজট হয়- এটা আমরা সবাই জানি। সড়কে শৃঙ্খলা না ফিরলে যানজটের সমাধান হবে না। তার ওপর এখন করোনা-পরবর্তী সব অফিস খুলে গেছে। এতে যানজটের মাত্রা আরো তীব্র হয়েছে। ’

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ