হাইড্রোজেন পারক্সাইডের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না: ফায়ার সার্ভিসের মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ৫, ২০২২ ৭:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ৫, ২০২২ ৭:১২ পূর্বাহ্ণ

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে হাইড্রোজেন পারক্সাইড নামে দাহ্য রাসায়নিক পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বর্তমানে আগুন নেভাতে ২৫টি ইউনিট কাজ করছে।’
আজ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
উল্লেখ্য, শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় কয়েকশ জন আহত হয়েছেন। এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
স্বাধীন খবর ডটকম/আ আ
