• আজ সকাল ৬:২২, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাওরে আসায় ভিন্ন স্বাদের অভিজ্ঞতা নিয়ে যাবে স্কাউটস : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৭, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৭, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, জলবায়ুর বৈশ্বিক উষ্ণতা রোধে জনসচেতনা তৈরি, বন্যা, ঘূর্ণিঝড়, ভবনধস ও অগ্নিকান্ডের ঘটনায় উদ্ধার কাজসহ জাতীয় দুর্যোগে স্কাউটরা সবার আগে এগিয়ে আসে। জাতীয় দুর্যোগে রোভার স্কাউটরা তাদের করণীয় বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমাতে দক্ষতার সাথে কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস।

তিনি বলেন, স্কাউটরা সৃষ্টিকর্তা ও দেশের প্রতি কর্তব্য পালনের পাশাপাশি সর্বদা অপরকে সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে স্কাউট আন্দোলনে অংশ নেয়। মিঠামইনের মতো প্রত্যন্ত অঞ্চলে ক্যাম্প স্থাপন করায় তাদের জন্য হয়তো বা ততটা আরাম দায়ক হয়নি। তবে এখানে আসায় তারা ভিন্ন স্বাদের অভিজ্ঞতা নিয়ে যাবে সে ব্যাপারে আমি নিশ্চিত।

তিনি রোববার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস আয়োজিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রাষ্ট্রপতি এ উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে ছয় দিনব্যাপী ক্যাম্প উদ্বোধন করেন।

চিফ স্কাউট রাষ্ট্রপতি আবদুল হামিদ স্কাউট সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন, ভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নেয়াই একজন স্কাউট সদস্যের অন্যতম যোগ্যতা। হাওর উপজেলা মিঠামইনে উচ্ছ্বাস ও উদ্যেমের সাথে স্কাউট সদস্যদের সময় কাটবে এ প্রত্যাশা করি।

রাষ্ট্রপতি আবদুল হামিদ মিঠামইনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প স্থাপন করায় বাংলাদেশ স্কাউটস এবং অংশগ্রহণকারী স্কাউট সদস্যসহ সুন্দর এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। পরে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। তিনি মিঠামইনের কামালপুর গ্রামের নিজবাড়িতে রাতযাপন করেন।

স্কাউট ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন রাষ্ট্রপতির ছেলে ও কিশোরগঞ্জ-৫ আসনের সদস্য সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও ক্যাম্প চিফ ডা: মো. মোজাম্মেল হক খান, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প সাংগঠনিক কমিটির সভাপতি এম এম ফজলুল হক আরিফ প্রমুখ।

সামারিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ক্যাম্পে রোভার স্কাউট, স্কাউটার ও স্বেচ্ছাসেবকসহ সর্বমোট ১৫০০ জন অংশগ্রহণ করছেন। অংশগ্রহনকারীদের মধ্যে ভারত ও নেপাল থেকে ২৭ জন স্কাউট ও স্কাউটার রয়েছেন।

প্রসঙ্গত: আগামীকাল সোমবার বেলা ১১টায় রাষ্ট্রপতি মিঠামইনে এবং বিকেল সাড়ে তিনটায় ইটনা উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। ওইদিন সন্ধ্যা ৭টায় ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে মতবিনিময় এবং পরে মিঠামইনে নিজবাড়িতে রাত্রিযাপন করবেন। ২৯ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় রাষ্ট্রপতি মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং বিকেল ৩টায় মিঠামইন সেনানিবাস পরিদর্শন করবেন। পরে বিকেল ৫টায় তিনি অস্টগ্রাম উপজেলার উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যা ৭টায় স্থানীয় অডিটোরিয়ামে মতবিনিময় করবেন। পরে মিঠামইনে নিজবাড়িতে রাতযাপন শেষে পরদিন ৩০ মার্চ বুধবার বিকেল তিনটায় যাবেন কিশোরগঞ্জ সদরে। সেখানে বিকেল ৫টায় রাষ্ট্রপতি শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করবেনন। এটি নির্মাণ উপলক্ষে সন্ধ্যা পৌনে ৭টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় অংশ নিবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক থাকার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ