• আজ রাত ৩:১৪, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাকিমপুর উপজেলা আ’লীগের কাউন্সিল অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৬, ২০২২ ১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৬, ২০২২ ১:৩৮ অপরাহ্ণ

 

মোরশেদ মানিক, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন আবারো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে কাউন্সিলের উদ্বোধন করেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এমপি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ীকমিটির সদস্য শিবলী সাদিক।কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বীতা করেন। পরে ২০৬ জন কাউন্সিলারের ভোট প্রদানের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ১৭৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হোন অন্যদিকে ১৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হোন।কাউন্সিলে দিনাজপুর জেলা আওয়ামীলীগ এবং বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ সহ এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!