হাতীবান্ধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ১৩, ২০২২ ৩:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ১৩, ২০২২ ৩:১২ অপরাহ্ণ
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধিঃ
আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি।
সোমবার (১৩ জুন) বেলা ১২টায় উপজেলা বিএনপির বন্দর বাস স্ট্যান্ডের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হন।
এতে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা বিএনপি নেতা এম সাহেদুজ্জামান কোয়েল, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হাসানুল আলম খান জুয়েল, নওদাবাস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান ও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম মানিকসহ আরও অনেকে।