হালদা নদীতে ফুটবল তুলতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ৮, ২০২২ ১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ৮, ২০২২ ১:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের হালদা নদীতে ফুটবল তুলতে গিয়ে নিখোঁজ হওয়া মুহাম্মদ আনাসের (১৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার সকাল ৮টার দিকে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হালদা নদীর স্লুইস গেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আনাস গড়দুয়ার এলাকার মুহাম্মদ আবু তাহেরের ছেলে। সে হাটহাজারী উপজেলা একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এর আগে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে হালদা নদীর পাড়ে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। হঠাৎ তাদের ফুটবলটি নদীতে পড়ে যায়। তখন ৩ জন বলটি আনতে হালদা নদীতে ঝাপ দেয়। দুই জন ফিরে আসতে পারলেও আনাস নদীতে তলিয়ে যায়।
হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. শাহাজাহান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল কর্মী হালদা নদীর ঘটনাস্থলে বৃহস্পতিবার ও শুক্রবার উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিন্তু আনাসের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে আনাসের মরদেহ ভেসে উঠে।’
স্বাধীন খবর ডটকম/আ আ
