হাসপাতালের পথে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ৬, ২০২২ ১০:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ৬, ২০২২ ১০:৪৯ পূর্বাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফের হাসপাতালে নেওয়া হচ্ছে।
বুধবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৪টায় গুলশান বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্য রওনা হন।
শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসার কথা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল মঙ্গলবার চিকিৎসকদের একটি টিম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে বাসায় আসেন। পর্যবেক্ষণ শেষে তাঁকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। প্রথমে খালেদা জিয়া রাজি না হলেও চিকিৎসক টিম তাকে হাসপাতালে নেওয়ার কারণ বোঝাতে সক্ষম হয়।
জানা জানায়, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকরা রোজা রাখতে বারণ করলেও তিনি রোজা রাখার চেষ্টা করেন। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
এর আগে ৮১ দিন চিকিৎসা নেওয়ার পর ১ ফেব্রুয়ারি বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন।
জিয়া চ্যারিট্যাবল মামলায় খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনার কারণে ২০২০ বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এখন পর্যন্ত পাঁচ বার খালেদা জিয়ার মুক্তির সময় বাড়ানো হয়েছে।
স্বাধীন খবর ডটকম/আ আ
