• আজ বিকাল ৫:২৩, বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসপাতালে চিকিৎসাধীন মোশাররফ রুবেলকে দেখতে হাসপাতালে ইশরাক

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২১, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২১, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে দেখতে গেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।

সোমবার (২১ মার্চ) হাসপাতালে উপস্থিত হয়ে আইসিইউতে ভর্তি মোশাররফ রুবেলের খোঁজ নেওয়ার পর তার জন্য দেশবাসীর কাছে দোয়া চান ইশরাক।

এসময় দলমত নির্বিশেষে প্রতিটি খেলোয়াড়কে মর্যাদা ও সম্মানের সঙ্গে মূল্যায়নের আহ্বান জানান তিনি। পরে মহান আল্লাহর কাছে মোশাররফ রুবেলের আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করেন।

তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের পরিচালক ফাহাদ আহমেদ শিকদার।

মোশাররফ হোসেন রুবেল দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন। ২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়লে ঘরোয়া ক্রিকেট থেকেও ছিটকে পড়েন তিনি।

পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে দফায় দফায় কেমোথেরাপির পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন। এরপর আবার টিউমার দেখা দেয়। পরে দীর্ঘদিন ভারতের একটি হাসপাতালে তার চিকিৎসা হয়।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ