হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফরিদা পারভীন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ

স্বনামধন্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। তবে সেই গুজব মিথ্যা প্রমাণ করে অবশেষে সুস্থ হয়ে সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টায় তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।
ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ জুলাই তীব্র শ্বাসকষ্ট নিয়ে ফরিদা পারভীন আইসিইউতে ভর্তি হন।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হয় তাকে। এছাড়া রক্তে সংক্রমণ, নিউমোনিয়া এবং ডায়াবেটিসসহ একাধিক জটিলতায় ভুগছিলেন তিনি।
তার চিকিৎসায় নেতৃত্ব দেন কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. রানা মোকাররম হোসেন এবং ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আব্দুল হান্নান। তাদের সমন্বয়ে গঠিত একাধিক মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ধাপে ধাপে চিকিৎসা চলে।
সঠিক চিকিৎসা ও পরিবারের স্নেহ-মমতায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ‘লালন সম্রাজ্ঞী’ খ্যাত ফরিদা পারভীন।
উল্লেখ্য, ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত দিয়ে সংগীতজীবন শুরু করেন ফরিদা পারভীন। দেশাত্মবোধক গানে সুনাম অর্জনের পর লালনসংগীত চর্চায় নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করেন।
সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৮৭ সালে একুশে পদক, ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার লাভ করেন।
স্বাধীন খবর ডটকম/আ আ