হুইল চেয়ারে চড়ে গণসমাবেশে ছাত্রদলের নেতা আকন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ৫, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ৫, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ
বরিশালে বিএনপির গণসমাবেশে হুইল চেয়ারে চড়ে যোগ দিয়েছেন ছাত্রদল নেতা সবুজ আকন। গায়ে পড়ে আছেন কাফনের কাপড়। হুইল চেয়ার ও কাফনের কাপড় গায়ে খোলা আকাশের নিচে থেকেছেন সারারাত। অভিযোগ সমাবেশে আসার পথে দুইবার বাধার সম্মুখীন হয়েছেন।
বর্তমান আওয়ামী লীগ সরকারকে ‘অবৈধ সরকার’ অবিহিত তার এই যাত্রা শুরু করেন। শনিবার (৫ নভেম্বর) দুপুর ২টা থেকে বরিশালের বেলস পার্কে (বঙ্গবন্ধু) এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি এবং চাল, ডাল, জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, চলমান আন্দোলনে ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়নগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিম হত্যার প্রতিবাদে বিভাগীয় শহরে ধারাবাহিক সমাবেশ করছে দলটি।
বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ আকন এই প্রতিবেদককে বলেন, ‘গতকাল দুপুরের পর মিছিল নিয়ে মাঠে আসছি। পথে আওয়ামী লীগ বাধা দিছে একবার, পুলিশ বাধা দিয়েছে একবার। সেই বাধা উপেক্ষা করে আমরা এখানে আসছি। সারা রাত মাঠে ছিলাম।’
কয়েকদিন আগে ছাত্রদলের কর্মী সভা শেষ করে বাসায় ফেরার পথে বাইক দুর্ঘটনায় আহত হন আকন। এতে পায়ের হাঁড় ফেটে যায়। অসুস্থ থাকার পরও দলের প্রতি ভালোবাসা থাকার কারণে এখানে এসেছেন বলে জানান তিনি।
আকন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আর্দশে বিশ্বাসী বলেই আমরা এখানে এসেছি। এই সরকার অবৈধ, নিশীরাতের ভোটের সরকার। জীবিত মানুষ ভোট দিতে পারে না। মৃত্যু মানুষ এসে ভোট দেয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই। স্বৈরশাসকের পতন। গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। আমরা মাঠে নেমে গেছি। স্বৈরাচারের পতন না ঘটনা পর্যন্ত মাঠ ছেড়ে যাব না।’
বরিশালে বিএনপির সমাবেশ কেন্দ্র করে শুক্রবার ও শনিবার দুই দিনের গণপরিবহন ধর্মঘট চলছে। যার কারণে দুই দিন আগে থেকেই সমাবেশস্থল জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। বিএনপির এই সমাবেশে অংশ নিয়েছেন সাধারণ মানুষও।