১৪ মার্চ ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ১৩, ২০২২ ১১:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ১৩, ২০২২ ১১:২৭ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে আগামীকাল ১৪ মার্চ ২০২২, সোমবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
জাতীয়তাবাদী মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হলো।