• আজ বিকাল ৫:০৫, বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৯ শে নভেম্বর সিলেটে শহরে জনতার ঢল নামবে: কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৬, ২০২২ ৯:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৬, ২০২২ ৯:০৭ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনে জনগনের সম্পৃক্ততা দেখে সরকার দিসেহারা হয়ে গেছে। তারা জনতার প্রতিবাদকে থামিয়ে দিতে চায়। কিন্তু তারা বুঝতে পারছে না, জনগণের পিঠ ঠেকে গেছে, এখন দেশের মানুষ ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

আগামী ১৯ নভেম্বর সিলেটে শহরে জনতার ঢল নামবে, সিলেটের মানুষ প্রমাণ করবে তারা আর আওয়ামী লীগকে চায় না। সিলেটের গণসমাবেশের পর বিজয়ের মাসে ঢাকায় সমাবেশ হবে। সেই সমাবেশ থেকে সরকার পতনের চুড়ান্ত কর্মসূচী ঘোষনা করা হবে। ডিসেম্বর হবে নিশিরাতের সরকারের বিদায়ের এবং গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের মাস। বিজয়ের মাসে জনগনের বিজয় হবে ইনশাআল্লাহ।

রবিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অবৈধ সরকারের বিরুদ্ধে দেশব্যাপি গণজাগরন সৃষ্টি হয়েছে। শাসক দলীয় ক্যাডারদের হামলা, পরিকল্পিতভাবে যান চলাচল বন্ধ করা, পুলিশী গ্রেফতার ও হয়রানির ঘটনা যতো বাড়ছে; বিএনপির কর্মসূচিতে ততোই জনস্রোত দেখা যাচ্ছে। সিলেটের গণসমাবেশেও জনজোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ।

কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি গোলজার আহমদের সভাপতিত্বে ও কামালবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনের সঞ্চালনায় পথ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার লাগামহীন লুটপাট করে দেশে দুর্ভিক্ষ নিয়ে এসেছে। মানুষ আজ দু’বেলা পেট ভরে খেতে পারছেনা। দেশে খাদ্য সংকট, রিজার্ভ সংকট দেখা দিয়েছে। জনগর এই দশা থেকে মুক্তি পেতে চায়। তাই জনগের নায্য দাবী দিয়ে বিএনপি চলমান আন্দোলন করছে। এই আন্দোলনের অংশ হিসেবে সিলেটের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ।

পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহার উদ্দিন, জেলা বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপি নেতা এডভোকেট আবু তাহের, আক্তার হোসেন রাজু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, বিএনপি নেতা আব্দুল লতিফ খান, আজিজুল হোসেন আজিজ, বজলুর রহমান ফয়েজ, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, শাহ মাহমদ আলী, মুহিবুর রহমান মুহিব, এনামুল হক মাক্কু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, যুবদল নেতা মকসুদুল করিম নুহেল, বখতিয়ার আহমদ ইমরান, পাবেল রহমান, সুমেল আহমদ চৌধুরী, জাহেদুল ইসলাম জায়েদ, রায়হানুল হক, আশরাফুল হক রনি প্রমূখ।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ