• আজ বিকাল ৩:৫৭, শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৩নং ওয়ার্ডের মেন্দিবাগে মহানগর বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১১, ২০২২ ৯:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১১, ২০২২ ৯:৩৭ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, নিত্যপন্যের অস্বাভাবিক মুল্যবৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ। সদ্য ঘোষিত বাজেটে অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে কোন পদক্ষেপের কথা বলা হয়নি। এই বাজেটে সরকারদলীয় মন্ত্রী-এমপি ও দলীয় নেতাকর্মীদের লুটপাটের সুযোগ সৃষ্টি করা হয়েছে। সাম্প্রতিক বন্যায় সিলেটে বিপুল ক্ষতি হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কোন কার্যকর উদ্যোগ নেই। এই ভোট চোর সরকার লুটপাটের সরকার তাই জনগনের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত মানুষ অধিকার ফিরে পাবেনা।
তিনি শনিবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ২৩নং ওয়ার্ডের মেন্দিবাগ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২২,২৩ ও ২৪নং ওয়ার্ডের সাংগঠনিক টিম প্রধান সৈয়দ মিসবাহ উদ্দিনের সভাপতিতে¦, বিএনপি নেতা মামুনুর রহমান মামুনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, মহানগর বিএনপির সাবেক সদস্য মাহবুব আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজিম উদ্দীন, ২৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জমজম বাদশাহ, মোস্তফা কামাল পাশা, ২২নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম রফিক, মতিন মিয়া, ২৪নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য মাছুম আহমদ ও সাইম আহমদ প্রমূখ।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ