৪৭তম বিসিএসের কোটার সংখ্যা নিয়ে যা জানা যাচ্ছে
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ২, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ২, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ
নভেম্বরে ৪৭তম বিসিএসের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে, এবং এতে কোটার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে গত ২১ জুলাই হাইকোর্টের কোটা পুনর্বহাল আদেশ বাতিল করেন আপিল বিভাগ।
রায়ে বলা হয়েছে, সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় থাকবে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, এবং তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ করে কোটা নির্ধারিত থাকবে।