৭১ এর স্বাধীনতা যুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ২৬, ২০২২ ১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ২৬, ২০২২ ১:৪৪ অপরাহ্ণ
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, ৭১ এর স্বাধীনতা সংগ্রাম ইসলাম ও কুফরের ভিত্তিতে ছিলো না। ছিলো জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই। পাকিস্তান আমাদের উপর জুলুম করেছে। আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। স্বাধীনতার যুদ্ধে সকল ধর্মের মানুষ অংশ গ্রহণ করে ছিলো। কিন্ত একটি স্বার্থান্বেশী মহল এ যুদ্ধকে অন্যভাবে আখ্যায়িত করে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। দেশের মানুষ সজাগ রয়েছে। তাদের ষড়যন্ত মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, স্বাধীনতা অর্জন করলেও দেশের মানুষ স্বাধীনতা ভোগ করতে পারছে না। দুর্নীতির কষাঘাতে মানুষ জর্জরিত। সরকার দুর্নীতি বন্ধ করতে পারছে না। দুর্নীতি নির্মূল করতে পারলে জিনিসপত্রের দাম ও গ্যাসের মূল্য বৃদ্ধি করতে হবে না।
তিনি আরও বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ অনেক আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দ এখনও কারাবন্দী। অবিলম্বে তাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আজ সকালে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, স্বাধীনতার পর যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো কেউ মানুষের মৌলিক অধিকার দিতে পারে নাই। সুতরাং মৌলিক অধিকার পেতে হলে খেলাফতের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, মানুষের জান মালের কোনো নিরাপত্তা নেই। মানুষের আয়ের তুলনায় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় মহাকস্টে রয়েছে। তিনি রমজানের আগেই জিনিসপত্রের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমীন খান, যুব মজলিসের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রাকিব হোসাইন, সহ-সভাপতি মুফতি জাহিদুজ্জামান, মাওলানা আবু হানিফ নোমানী, মুহাম্মদ জাভেদ হোসাইন, হাফেজ দেলোয়ার হোসাইন,ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাকিব সাইফী প্রমূখ।
আলোচনা শেষে স্বাধীনতা সংগ্রামে শাহাদাত বরণকারী ও আহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দুআ করা হয়।
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। আবার গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করাটা কোনোভাবে বোধ গম্য নয়। মানুষের জীবন কঠিনভাবে কাটছে। মানুষের কষ্টের কথা ভাবুন, মানুষ যাতে কমদামে জিনিসপত্র কিনতে পারে সে ব্যবস্থা নিন। মানুষের কষ্ট হয় এমন প্রস্তাব বাদ দিন। তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ও টেন্ডারবাজি চলছে। দুর্নীতি ও টেন্ডারবাজি বন্ধ না করলে সমাজ ও রাষ্ট্রে বিপর্যয় নেমে আসবে। তিনি আরও বলেন, মানুষের তৈরি বিধান দিয়ে মানুষের শান্তি ও মুক্তি সম্ভব নয়। শান্তি ও মুক্তি পেতে হলে আল্লাহর জমিন আল্লাহর বিধান দ্বারায় পরিচালিত করতে হবে। তিনি প্রতিটি মানুষের কাছে খেলাফতের দাওয়াত পৌছিয়ে দিতে দলীয় নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি আজ সকালে বাংলাদেশ খেলাফত মজলিস শরীযতপুর জেলার আল জাজিরা থানার উদ্যোগে আয়োজিত উলামা ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শাখা সভাপতি মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমদ উসমানী ও জামিয়া উসমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু বকর। বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা হিফজুর রহমান, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল আলিম হাসেমী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি খবীর উদ্দীন, মুফতি মাহবুবুর রহমান জিয়া, মাওলানা নাফিসুর রহমান নেকির, মাওলানা আশেক এলাহী, মাওলানা আনিছুর রহমান, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আরিফুল ইসলাম মানিক, মাওলানা আব্দুর রহমান মল্লিক, মাওলানা মাহমুদুল হাসান জান্নাত প্রমূখ।