৯ মার্চ জাতীয় প্রেসক্লাবে বিএলডিপি’র স্বাধীনতা দিবস ও ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ৬, ২০২২ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ৬, ২০২২ ৩:২১ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
আগামী ৯ মার্চ ২০২২ বুধবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার সাংবাদিক আব্দুস সালাম মিলনায়তনে বিএলডিপি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে মহান স্বাধীনতা-ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘গণতন্ত্র ও সুশাসন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী, বিএলডিপি’র চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতিবিদ ও হুসাইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ।
স্বাগত বক্তব্য রাখবেন বিএলডিপি’র মহাসচিব মো. মনিরুজ্জামান স্বাধীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান ও মহাসচিব এবং দলীয় নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করবেন বিএলডিপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কবির হোসেন।
আলোচনা সভায় বিএলডিপি’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান/মহাসচিবদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।