• আজ ভোর ৫:৫৬, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

​প্রেসক্লাবে বিএনপির প্রতীকী অনশন, জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২, ২০২২ ৮:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২, ২০২২ ৮:৩১ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বিএনপি প্রতীকী অনশন। ইতিমধ্যেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হওয়া শুরু করেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও উত্তর বিএনপি এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঢাকা উত্তর বিএনপি’র আহবায়ক আমান উল্লাহ আমান এই প্রতীকী অনশনে সভাপতিত্ব করবেন।

বিএনপির দপ্তরের যুক্ত দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি’র উদ্যোগে প্রতীকী অনশনের প্রস্তুতি শেষ নেতাকর্মীরাও আসছে ব্যাপকভাবে। অনুষ্ঠানে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ