• আজ রাত ৮:১১, বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিংস কাপ রোনালদোর ‘প্রথম’ পেনাল্টি মিস, আল নাসরের বিদায়

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ১:০২ অপরাহ্ণ

 

সৌদি আরবের কিংস কাপ থেকে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচে আল-তাউয়ুনের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয় দলটি। ৭১তম মিনিটে আল-তাউয়ুনের ওয়ালিদ আল-আহমেদ একমাত্র গোলটি করেন, যা ম্যাচের ফল নির্ধারণ করে।

ম্যাচের অতিরিক্ত সময়ে আল নাসর পেনাল্টি পেলেও রোনালদো সেই পেনাল্টি শটে গোল করতে ব্যর্থ হন। এটি ছিল সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার পর তার প্রথম পেনাল্টি মিস। আল নাসর কিংস কাপ থেকে বিদায় নিলেও রোনালদোদের সামনে সৌদি প্রো লিগ ও এশিয়ান চ্যাম্পিয়নস লিগে শিরোপা জয়ের সম্ভাবনা এখনো বেঁচে আছে।

একই দিনে নেইমারের আল হিলাল আল তাই ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে কিংস কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ