• আজ সকাল ৭:১৬, সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট আসছে, পুরানো প্রযুক্তির তুলনায় পার্থক্য কী?

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ

স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা
 

বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালুর নীতিমালা চূড়ান্ত করার জন্য টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি একটি খসড়া গাইডলাইন তৈরি করেছে এবং এর ওপর মতামত সংগ্রহ করছে।স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা নীতিমালা”

এটি চূড়ান্ত হলে, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংকসহ অন্যান্য similar প্রতিষ্ঠান স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদান করতে পারবে।

স্টারলিংক কয়েক বছর ধরে বাংলাদেশে তাদের সেবা চালুর জন্য চেষ্টা করছে এবং সরকারের অনুমোদন পেতে কাজ করছে।
সম্প্রতি, স্টারলিংকের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বিনিয়োগ বোর্ডের সঙ্গে আলোচনা করেছে, যাতে সেবা চালুর প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

স্টারলিংক মূলত সেসব এলাকায় সেবা প্রদান করতে সক্ষম, যেখানে সাধারণ ইন্টারনেট সেবা পৌঁছাতে পারে না। এটি দূর্গম এলাকায় কার্যকর।
পাঁচ বছর আগে, স্টারলিংক মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা পৌঁছানোর উদ্যোগ নিয়েছিল। এটি বৈশ্বিক সেবা নিশ্চিত করেছে।

ইন্টারনেটের গতি অত্যন্ত বেশি হওয়ায়, স্টারলিংক গভীর সমুদ্র বা পাহাড়ি এলাকার মতো দুর্গম স্থানে গেমিং, স্ট্রিমিং এবং দ্রুত ডাউনলোড নিশ্চিত করতে সক্ষম।

“বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা: আইএসপি ও বিশ্লেষকদের শর্তাবলী ও নজরদারি নিয়ে উদ্বেগ”

বিশ্লেষকরা জানান, স্যাটেলাইট সেবাদানকারীদের জন্য খসড়া গাইডলাইনে নজরদারি এবং আড়িপাতার সুযোগ রাখা হয়েছে। এটি নিয়ে উদ্বেগ রয়েছে।
তারা বলেন, যদি গাইডলাইন চূড়ান্তভাবে বহাল থাকে, তবে ইন্টারনেট সেবায় সরকারের বর্তমান নজরদারির কোনো পরিবর্তন হবে না।

ফাইবার অপটিক বা ক্যাবল ব্যবহার করে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো মনে করেন, স্যাটেলাইট সেবার শর্তাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইএসপি ব্যবসায়ীরা দাবি করছেন, সঠিক শর্তাবলী না হলে স্যাটেলাইট ইন্টারনেট সেবার প্রভাব দেশের ইন্টারনেট খাতে নেতিবাচক হতে পারে।

আইএসপি ব্যবসায়ীরা মনে করেন, সঠিক শর্তাবলী নির্ধারণ না করলে ইন্টারনেট খাতে প্রতিযোগিতা বাধাগ্রস্ত হতে পারে। এ কারণে উদ্বিগ্ন।
তারা শর্তাবলী নিয়ে সচেতন এবং চান, যেন সঠিক নিয়ম-কানুনের মাধ্যমে সেবা মান এবং প্রতিযোগিতা বজায় থাকে।

বিটিআরসি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে বিষয়টি নিয়ে তারা সবার মতামত সংগ্রহ করছে বলে জানা গেছে। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা নীতিমালা”
একজন কর্মকর্তা জানিয়েছেন, সব পক্ষের মতামত গ্রহণের পর আলোচনার মাধ্যমে চূড়ান্ত নীতিমালা তৈরি হবে এবং তা প্রকাশিত হবে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!