ঝিনাইদহে জামায়াত কর্মী হত্যায় সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার, ২৭২ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ণ
ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে সাভারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের মুখপাত্র ও আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। সিদ্দিকীর বিরুদ্ধে একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বলে জানা গেছে।
র্যাব সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরে একটি বিক্ষোভ মিছিলে জামায়াত কর্মী আবদুস সালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগে ২৭ আগস্ট ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করা হয়। মামলাটি করেন নিহত সালামের শ্বশুর, সাবেক ব্যাংক কর্মকর্তা আবু বকর সিদ্দিক। এতে সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
Image Source: https://www.shadinkhobor.com